সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়েছে । তবে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন সারাদিনের জন্য মুলতবি হয়ে যায়।
প্রথমে অধিবেশন ১১:৪৫ পর্যন্ত মুলতবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। অধিবেশন বসার পর বিরোধীরা ফের হৈ-হট্টগোল শুরু করেন। অধিবেশনের কাজ স্বাভাবিকভাবে চলতে দেওয়ার জন্য সদস্যদের অনুরোধ করেন চেয়ারম্যান। তাতেও কাজ না হওয়ায় সারাদিনের মত অধিবেশন মুলতবি করে দেন তিনি।
আজ অধিবেশন বসার পর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন চেয়ারম্যান।
অন্যদিকে আজ লোকসভার অধিবেশন বসার পর প্রয়াত সংসদ বসন্তরাও চৌহান এবং শেখ নুরুল ইসলামের স্মরণে শোক জ্ঞাপন করে লোকসভার অধিবেশন বেলা বারোটা পর্যন্ত মুলতবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। মহারাষ্ট্রের নান্দেড় কেন্দ্রের সাংসদ ছিলেন বসন্তরাও চৌহান এবং পশ্চিমবঙ্গের বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম। এছাড়াও আরো তিন প্রাক্তন সংসদের স্মৃতিতে শোক জ্ঞাপন করা হয়।