মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 25, 2024 12:30 PM

printer

সংসদের শীতকালীন অধিবেশন ফলপ্রসূ হবে এবং অধিবেশনে গঠনমূলক আলোচনা ও বিতর্ক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংসদের শীতকালীন অধিবেশন ফলপ্রসূ হবে এবং অধিবেশনে গঠনমূলক আলোচনা ও বিতর্ক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‌ আজ অধিবেশন শুরুর আগে সংবাদ মাধ্যমকে প্রধানমন্ত্রী জানান, সংসদের শীতকালীন অধিবেশন নানা কারণে বিশেষ। এবার সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উদযাপনের সূচনা হবে। এটিকে গণতন্ত্রের একটি স্বর্ণালী মাইল ফলক হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। 
 
তবে একই সঙ্গে বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করে সংসদকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। ভারতের মর্যাদা ও গৌরবকে আরো বাড়িয়ে তোলার জন্য সংসদকে ব্যবহার করা উচিত। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত আজ যে সুযোগ পেয়েছে, তাকে কাজে লাগাতে হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দেশের ভোটার, তাদের গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, সংবিধানের প্রতি নিষ্ঠা এবং সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা অর্থবহ বলে সংসদ থেকে বার্তা উঠে আসা উচিত বলে প্রধানমন্ত্রী জানান। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন