সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অভিবাসনের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাবী ভাষণে দেন। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ওই দলের কাছ থেকে সবকা-সাথ সবকা-বিকাশের প্রত্যাশা করলে বিরাট বড় ভূল হবে। কংগ্রেসের রাজনৈতিক নীতি – মিথ্যা, দুর্নীতি এবং স্বজনপোষণের ওপর নির্ভরশীল।
প্রধানমন্ত্রী বলেন, সমাজে জাতি ভিত্তিক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলছে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর সাংসদদের দীর্ঘদিনের দাবি মেনেই ও বি সি প্যানেলকে সরকার সাংবিধানিক বৈধতা দিয়েছে।