সংসদের বাদল অধিবেশনে সরকার ৬-টি নতুন বিল আনতে চলেছে। এর মধ্যে একটি হলো বিপর্যয় ব্যবস্থাপনা আইন সংশোধনী বিল। আগামী সোমবার শুরু হচ্ছে, সংসদের বাদল অধিবেশন। চলবে ১২-ই আগস্ট পর্যন্ত। ২৩-শে জুলাই মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভার সচিবালয়ের পার্লামেন্ট বুলেটিন অনুযায়ী অর্থবিল ছাড়াও সরকার পেশ করবে ভারতীয় বায়ুযান বিল- ২০২৪। অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে আরও সহজে ব্যবসা করার সুযোগ দিতে ১৯৩৪ সালের এয়ারক্রাফট আইনের জায়গায় এই বিল আনা হচ্ছে।
এদিকে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংসদীয় কাজকর্মের সূচি স্থির করতে কার্য উপদেষ্টা কমিটি গঠন করেছেন। এতে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের – কে সুরেশ ও গৌরব গগৌ, সমাজবাদী পার্টির লালজী ভার্মা, ডি এম কে-র – দয়ানিধি মারান, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর অরবিন্দ সাওয়ান্ত, বিজেপি-র অনুরাগ সিং ঠাকুর ও ভর্ত্রুহরি মহতাব সহ ১৪ জন সদস্য।