মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 22, 2024 12:40 PM

printer

সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে

সংসদের বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে । এই অধিবেশনে ১৬ দিন কাজ হবে।  যা চলবে ১২ই  আগস্ট পর্যন্ত । এবারের অধিবেশনে  মূলত ২০২৪-২৫ অর্থবর্ষের বাকি সময়কালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে। অধিবেশনের প্রথম দিনে আজ , অর্থনৈতিক সমীক্ষা – ২০২৩-২৪ সংসদে পেশ করা হবে যা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানগত তথ্য এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল লোকসভায় কেন্দ্রীয় বাজেট – ২০২৪-২৫ পেশ করবেন। এটি হবে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে প্রথম বাজেট। একই দিনে, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বাজেটও পেশ করা হবে। অধিবেশন চলাকালীন সরকার ছয়টি নতুন বিল আনতে পারে।    

উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার গতকাল সর্বদলীয় বৈঠক ডাকে। বৈঠকের পরে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান,  সরকার যে কোনও বিষয়ে খোলা মন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব। শ্রী রিজিজু মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন পরিষদীয় দলের  নেতাদের কৃতজ্ঞতা জানান এবং বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা চান।

সর্বদলীয় বৈঠকের সময়, লোকসভায় উপনেতা এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য সমস্ত নেতাদের ধন্যবাদ জানান। তিনি অধিবেশন চলাকালীন সংসদের মর্যাদা বজায় রাখার উপর  গুরুত্ব দেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন