মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 21, 2024 4:28 PM

printer

সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে সরকারের ডাকা সর্ব দলীয় বৈঠক দিল্লিতে শুরু হয়েছে।

সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে সরকারের ডাকা সর্ব দলীয় বৈঠক দিল্লিতে শুরু হয়েছে। বৈঠকে সরকার সংসদের উভয়কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত বিরোধী দলের কাছ থেকে সহযোগিতার অনুরোধ করবে।

কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জে পি নাড্ডা, চিরাগ পাসোয়ান, রামদাস আঠাওয়ালে, কংগ্রেসের জয়রাম রমেশ, এন সি পি-র প্রফুল প্যাটেল, ডি এম কে-র টি আর বাবু এবং তিরুচিশিবা, এ আই এম আই এম-এর আসাদুদ্দিন ওয়েইসি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ বৈঠকে উপস্হিত আছেন। আগামীকাল সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১২-ই আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে ২০২৪ – ২৫-এর সাধারণ বাজেট পেশ করবেন। নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের এটি প্রথম ব্যাজেট।

গত মাসে সংসদের উভয় কক্ষের যৌথ সভায় ভাষণ দেবার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বলেছিলেন, এই বাজেট হবে সরকারের সুদূর প্রসারী নীতি ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গীর একটি কার্যকরী দললি।

এই অধিবেশনে সরকার ৬-টি নতুন বিল আনতে পারে বলে খবর।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন