মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 27, 2024 9:06 PM

printer

সংসদের উভয় সভার যৌথ অধিবেশন রাষ্ট্রপতি আজ বলেন, শাস্তির বদলে ন্যায় বিচার দিতে আগামী মাসের পয়লা তারিখ থেকে দেশে ব্যয় সংহিতা চালু হতে চলেছে।

রাষ্ট্রপতির অভিভাষণের একটি কপি আজ সংসদের উভয় কক্ষে পেশ করা হয়। লোকসভায় এ’টি পেশের পর অধ্যক্ষ ওম বিড়লা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন।

তারপরই লোকসভার আধিবেশন আগামীকাল বেলা ১১’টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

 রাষ্ট্রপতির অভিভাষণের মধ্যে দিয়েই আজ রাজ্যসভার অধিবেশন শুরু হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নব গঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের সভায় পরিচয় করান। চেয়ারম্যান জগদীপ ধানখড় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাকে রাজ্যসভার নেতা নির্বাচিত করেন। এরপর অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়।

 এর আগে বিহার, ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশের ৬’জন নব নির্বাচিত সাংসদকে শপথ বাক্য পাঠ করান শ্রী ধানখড়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন