সংসদের উভয় কক্ষেই আজ কার্গিল যুদ্ধের সময় বীরত্বের সাথে লড়াই করা বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা, সেনা জওয়ানদের সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, যুদ্ধের সময় তাঁরা অদম্য সাহস দেখিয়েছেন। সমগ্র লোকসভা সাহসী জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করছে।
রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, কৃতজ্ঞ জাতি কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সশস্ত্র বাহিনীর অদম্য সাহস ও বীরত্বকে স্মরণ করে। তিনি বলেন, কার্গিলের প্রতিকূল আবহাওয়া এবং পরিস্থিতি সত্ত্বেও শত্রুপক্ষের বিরুদ্ধে সেনারা অসাধারণ জয় ছিনিয়ে নিয়ে আসেন।
সুই কক্ষেই আত্মবলিদানকারী জওয়ানদের স্মৃতিতে নীরবতা পালন করা হয়।