সংসদের উভয় সভায় আজ রাষ্ট্রপতির অভিভাষণের জন্য ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে। গতকাল লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরই দুটি সভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে পৃথকভাবে প্রস্তাব গৃহীত হয়। অষ্টাদশ লোকসভা গঠিত হবার পর সংসদের এটি প্রথম অধিবেশন। শ্রীমতী মুর্মু গতকাল তাঁর ভাষণে, সরকারের অগ্রাধিকারগুলি তুলে ধরেন। তিনি বলেন, সংস্কার, কর্ম সম্পাদন এবং রূপান্তর ঘটানোর সংকল্প, ভারতকে বিশ্বের দ্রুততম বৃদ্ধির অর্থনীতি করে তুলেছে। ম্যানুফ্যাকচারিং, পরিষেবা ও কৃষিকে সমান গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ।
রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে জম্মু-কাশ্মীর ভারতের শত্রুদের যোগ্য জবাব দিয়েছে।
নিট UG এবং নেটের প্রশ্নফাঁস নিয়ে বিতর্কের প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, সরকার গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্তে পুরোপুরি দায়বদ্ধ। দোষীরা শাস্ত পাবে। এ ধরণের ঘটনা রুখতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে ওঠা এবং দেশ ব্যাপী পাকাপোক্ত ব্যবস্থা গ্রহণের ওপর রাষ্ট্রপতি গুরুতে দেন।
পয়লা জুলাই থেকে বলবত হতে চলা ‘ভারতীয় ন্যায় সংহিতা’ প্রসঙ্গে শ্রীমতী মুর্মু বলেন, এবার সাজার চেয়ে বেশী অগ্রাধিকার পাবে ন্যায় বিচার। সংবিধানের আদর্শের সঙ্গে যা সঙ্গতিপূর্ণ।
রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন কিছু বিরোধী সাংসদ নিট এবং মণিপুরে হিংসার ঘটনা সহ অন্যান্য ইস্যু নিয়ে সভায় হই হট্টগোল করেন।