রাজ্যসভাতে আলোচনায় অংশ নিয়ে CPIM নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সরকার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি রুখতে অপারগ। আর সেইজন্যই সমস্যায় পড়ছেন দরিদ্র সাধারণ মানুষ।
তৃণমূল কংগ্রেসের মহম্মদ নাদিমূল হক বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গকে কত টাকা দেওয়া হয়েছে, সে ব্যাপারে সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে তাঁর কিছু বিরূপ মন্তব্যে আপত্তি তুলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজু বলেন, কারোরই কোনোরকম ব্যক্তিগত আক্রমণ করার অধিকার নেই। তৃণমূল কংগ্রেস সাংসদ সামিরুল ইসলাম, নিট
পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সরব হন। YSR কংগ্রেসের ভেঙ্কট সুব্বা রেড্ডিও, নিটের প্রসঙ্গ উত্থাপন করে আসন সংখ্যা বাড়ানোর দাবী জানান। DMK-র পি উইলসন’ও বলেন, নিতের মতো পরীক্ষা দরিদ্র এবং সমাজের প্রান্তিক শ্রেণীর মানূষের জন্য নয়। যেভাবে ছাত্র-ছাত্রীদের ওপর তীব্র মানসিক চাপ এবং অভিভাবকদের ওপর আর্থিক বোঝা এধরণের পরীক্ষার ফলে পড়ে, সেকথাও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, বিজেপির অশোক রাও চওহ্বান বলেন, নিট নিয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট। এই পরীক্ষায় দুর্নীতি নিয়ে তদন্ত চলেছে এবং দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।