সংরক্ষণ বিরোধী আন্দোলন ক্রমশ ঘোরতর হয়ে ওঠায় বাংলাদেশ সরকার কার্ফু ঘোষনা করেছে। পুলিশ দেশজুড়ে ছড়িয়ে পড়া হিংসা সামাল দিতে না পারায় সেনা নামানো হয়েছে। সরকারী চাকরীতে সংরক্ষণের বিরোধীতা করে কোটা সংস্কারের দাবিতে তৈরী হওয়া আন্দোলনকে ঘিরে হিংসার ঘটনায় এখনো পর্যন্ত সারা দেশে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আন্দোলনের উত্তাপ বেড়ে চলায় ১৫ বছর ধরে একটানা চলে আসা শেখ হাসিনা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। হাসিনার প্রেস সচিব নাইমূল ইসলাম খান গতকাল সাংবাদিকদের কার্ফু জারির পাশাপাশি সেনা নামানোর কথা জানান। পুলিশ গতকাল রাজধানী ঢাকায় সব ধরনের র্যালী, মিটিং মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অশান্তির আবহে দেশে সংবাদ চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অধিকাংশ সংবাদপত্রের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ।
এদিকে, গতকালও দেশের বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় সংঘর্ষের খবর আসে। নরসিংহি জেলায় আন্দোলনকারীরা একটি কারাগারে আগুন লাগিয়ে দেয়। তার আগে সব জেলবন্দীদের ছেড়ে দেওয়া হয়।