সংযুক্ত আরব আমিরশাহীতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শাস্তি মূলক ব্যবস্থা এড়িয়ে সেদেশ ছাড়ার অথবা থেকে যাওয়ার ব্যবস্থা স্বাভাবিক করার জন্য বিশেষ সুযোগ দিতে সে দেশের কর্তৃপক্ষ, দু’মাসের ভিসা মার্জনা বিষয়ক কর্মসূচি আজ চালু করেছে। সে দেশের পরিচয়, নাগরিকত্ব,শুল্ক ও বন্দর সুরক্ষা সংক্রান্ত কর্তৃপক্ষ, ফেডারেলঅথরিটি ঘোষণা করেছিল যে, এই প্রকল্প আজ কার্যকর হবে এবং এই ব্যবস্থা চালু থাকবে এ বছর ত্রিশে অক্টোবর পর্যন্ত। পর্যটক এবং বসবাস করার ভিসা সহ যেকোনো ধরনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ারপর যেসব ব্যক্তি সে দেশে রয়েছেন, এই কর্মসূচির আওতায় তারা,হয় সে দেশে থেকে যাওয়ার এবং কাজ করার জন্য তাদের অবস্থানে সাময়িক প্রয়োজনীয় পরিবর্তন করাতে অথবা জরিমানা ছাড়া সে দেশ ছাড়তে বা পুনরায় সে দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এড়াতেপারবেন। এই ব্যবস্থা সেই সব ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা সংযুক্ত আরব আমিরশাহীতে জন্মেছেন কিন্তু সে বিষয়ে সরকারি নথিপত্র নেই। তবে যেসব ব্যক্তি বেআইনিভাবে সে দেশে প্রবেশ করেছেন সরকারি এই মার্জনা কর্মসূচির সুবিধা তারা পাবেননা।
Site Admin | September 1, 2024 2:08 PM