মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 14, 2024 1:30 PM

printer

সংবিধানের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা লোকসভায় আজ শুরু হয়েছে।

সংবিধানের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা লোকসভায় আজ শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবিধান প্রণয়নে ডঃ ভিমরাও আম্বেদকরের অবদানের স্মরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’ মন্ত্রে সংবিধান মেনে উন্নয়নের কাজ করে চলেছেন। স্বাধীনতার পর সকলের সমান অধিকার নিশ্চিত করেছে দেশ।

তাঁর বক্তব্য, দেশে সংখ্যালঘুদের প্রতি কোন বৈষম্য করা হয় না। সংখ্যালঘুরা আইনি সুরক্ষা পান বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান, ছটি সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক কল্যাণের জন্য একাধিক প্রকল্প ও কর্মসূচি চালু করা হয়েছে। সেই সঙ্গেই তিনি বলেন, দেশ সম্পর্কে কিছু বলার বিষয়ে মানুষের সতর্ক থাকা উচিত।‌ কারণ গোটা বিশ্বে তা দেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলে। আলোচনায় অন্যান্য সাংসদরাও অংশ নেবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন