মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 17, 2024 12:33 PM

printer

সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রার ওপর বিশেষ আলোচনা আজ রাজ্যসভায় শুরু হয়েছে।

সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রার ওপর বিশেষ আলোচনা আজ রাজ্যসভায় শুরু হয়েছে। এই আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেন, ভারত কেবলমাত্র একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশই নয়, ভারত গণতন্ত্রের জননী। দেশের গণতন্ত্রে স্বাধীনতা, সাম্য এবং গণ নেতৃত্বের প্রতিফলন ঘটেছে। গণপরিষদের সদস্যরা এই দৃষ্টভঙ্গি নিয়েই সংবিধান রচনা করেন। 

আজ উচ্চ কক্ষে বিতর্কের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, গতকাল থেকে উচ্চকক্ষে দুই দিনব্যাপী বিশেষ বিতর্ক শুরু হয়। আলোচনার সূচনা করে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, এই পবিত্র নথিতে নিহিত চেতনাকে সমুন্নত রাখবে এমন ভারত গড়ার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার সময় এসেছে।

    আলোচনায় অংশ নিয়ে সভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে সরকারকে সংবিধানকে অবমূল্যায়ন করার অভিযোগ তোলেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন