সংদের উভয় কক্ষে আজও সাধারণ বাজেট এবং জম্মু-কাশ্মীরের বাজেট নিয়ে আলোচনা চলছে।
বাজেট নিয়ে আলোচনার সময়, গতকাল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস ও তৃণমূল। লোকসভায়, আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কংগ্রেস সাংসদ গৌরব গগৈর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সকালে, লোকসভার বৈঠক বসলে কংগ্রেস ও তৃণমূল বিষয়টি উত্থাপন করে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। সংসদ বিষয়ক মন্ত্রী করেন ঋজুজু বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর মন্তব্য লোকসভার মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। অধ্যক্ষ ওম বিড়লা জানান, সংশ্লিষ্ট সাংসদকে এই বিষয়ে সাবধান করা হয়েছে।
এর আগে আজ সকালে কংগ্রেসের সাংসদ মনীশ তিওয়ারী সীমান্ত সমস্যা ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা দাবিয়ে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব আনেন। লোকসভার সেক্রেটারি জেনারেলকে দেওয়া এক চিঠিতে শ্রী তিওয়ারি, ভারত ও চীনের সীমান্ত সংঘর্ষ, সাম্প্রতিক সময়ে সেবা টানেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চীনের অসন্তোষ ও অরুণাচলপ্রদেশকে নিজের অংশ বলে চীনের দাবীর বিষয়টিও উল্লেখ করেন।