মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 28, 2025 1:43 PM

printer

ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেশরা এপ্রিল থেকে ব্যাঙ্কক সফর করবেন।

ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেশরা এপ্রিল থেকে ব্যাঙ্কক সফর করবেন। দু-দিনের থাইল্যান্ড সফরের পর শ্রী মোদী শ্রীলঙ্কা যাবেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, Paetongtarn Shinawatra-এর আমন্ত্রণে শ্রী মোদীর এই সফর। থাইল্যান্ডে এটি হবে শ্রী মোদীর তৃতীয় সফর। বিমস্টেক বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

ব্যাঙ্কক সফরের পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দিশানায়কের আমন্ত্রণে চৌঠা এপ্রিল শ্রী মোদীর ৩ দিনের শ্রীলঙ্কা সফর হবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সাম্প্রতিক ভারত সফরে পারস্পরিক সহযোগিতার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার অগ্রগতি খতিয়ে দেখা হবে। শ্রী মোদী বিভিন্ন রাজনৈতিক  দলের নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলবেন। ভারতের আর্থিক সাহায্যে নির্মিত উন্নয়নী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শ্রী মোদী অনুরাধাপুরায় যাবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন