মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 22, 2024 12:54 PM

printer

ষষ্ঠ কোয়াড শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনী আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের উইলমিংটনে ষষ্ঠ কোয়াড শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনী আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই নেতার মধ্যে ২০২২-এর পর থেকে এটি নবম সাক্ষাৎকার। তাঁদের মধ্যে রাজনৈতিক, কৌশলগত, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা, গবেষণা জলবায়ু পরিবর্তন, পুনর্নবীকরণযোগ্য শক্তি সহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা নিয়ে মত বিনিময় হয়েছে। এছাড়া দুই প্রধানমন্ত্রী পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও কথা বলেছেন। বহুপাক্ষিক মঞ্চগুলিতে দু-দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে দুই নেতা তাঁদের প্রত্যয় ব্যক্ত করেছেন। এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব থেকে আরও উন্নত করার বিষয়েও তাঁরা জোর দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন