মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 16, 2024 10:12 AM

printer

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।

 শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এক আলচনায় বসবেন। তিনদিনের রাষ্ট্রীয় সফরে তিনি হরকাল ভারতে এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

   এর আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গতকাল  অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে  আলাপ আলোচনায় যোগ দেন। এপ্রসঙ্গে সমাজ মাধ্যমের এক বার্তায়  রাষ্ট্রপতি দিসানায়েকে বলেন, ওই আলোচনা ফলপ্রসূ হয়েছে।  তিনি বলেছেন, ভারত-শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, বিনিয়োগের সুযোগ বাড়ানো, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং পর্যটন ও শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনায় স্থান পেয়েছে।

এর মধ্য দিয়ে দুই  দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গকার  প্রতিফলিত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন