শ্রীলংকার পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বামপন্থী নেতা আনুরা কুমারা দিসানায়েকে । গতকাল অনুষ্ঠিত নির্বাচনে National People’s Power এর দিসানায়েকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সামাগী জন বালাওয়েগায়া জোটের সাজিথ প্রেমদাসাকে পরাজিত করেছেন। বর্তমান রাষ্ট্রপতি রণীল বিক্রমসিংঘেও এই নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন।
নির্বাচনে প্রথম রাউন্ডের গণনায় কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে গণনা করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সেদেশের নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের ভিত্তিতে শীর্ষস্থানীয় দুই প্রার্থী ছাড়া অন্যান্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকেন না। দ্বীপরাষ্ট্রে এবারের নির্বাচনকে সবথেকে শান্তিপূর্ণ বলা হচ্ছে।