শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বরফ জমে থাকার কারণে যান চলাচল বন্দ করে দেওয়া হয়েছে। পরিবহন দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ৪৪ নম্বর জাতীয় সড়কের দু প্রান্ত থেকেই যান চলাচল বন্ধ রয়েছে। এক হাজার ৩০০-রও বেশি ভারি যান কাজিগুন্দ, রামবান, উধমপুর এবং জম্মুতে আটকে পড়েছে। যাত্রীদের সড়ক সম্পর্কিত তথ্য অনুসন্ধানের পরই যাত্রা করতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, কাশ্মীরের স্বাস্থ্য পরিষেবা নির্দেশালয় সাম্প্রতিক তুষারপাতের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাদের শ্রীনগরের সদর দপ্তরে একটি ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে।