মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 22, 2024 9:34 PM

printer

শ্রাবন মাসের প্রথম সোমবার হুগলীর তারকেশ্বরে ভক্তদের ভীড় উপচে পড়ছে।

শ্রাবন মাসের প্রথম সোমবার হুগলীর তারকেশ্বরে ভক্তদের ভীড় উপচে পড়ছে। গতকাল সারা রাত পুন্যার্থীরা পায়ে হেঁটে বাঁক কাঁধে মন্দির পৌঁছান। সকাল থেকেই চলছে পুজার্চনা। ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যপক বন্দোবস্ত করা হয়েছে।

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ শৈবতীর্থে শ্রাবণ মাসে শিবের পূজা এবং  শ্রাবণী মেলাও আজ শুরু হয়েছে ।   মেলাকে কেন্দ্র করে অঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা। মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্র নাথ দেব জানান, ভক্তদের মেলায় বা পূজা দিতে এসে যাতে কোন সমস্যা না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখছে প্রশাসন ও কর্তৃপক্ষ।   

এদিকে, শৈব তীর্থ হিসেবে খ্যাত নদীয়ার শিবনিবাস, দিগনগরের রাঘবেশ্বর মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলিতে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ নবদ্বীপের গঙ্গা থেকে জল তুলে প্রায় ৩৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে নবদ্বীপ, মাঝদিয়া রাজ্য সড়ক দিয়ে মন্দিরে যাচ্ছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন