শিক্ষার্থীদের তাদের জ্ঞান এবং দক্ষতা মানবজাতির স্বার্থে ব্যবহারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওড়িশার ভুবনেশ্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-NISER-এর ত্রয়োদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীমতি মুর্মু, সদ্য স্নাতক হওয়া পড়ুয়াদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষা হল অমৃত এবং তা মানুষকে পদার্থবিদ স্যার সিভি রমন, প্রখ্যাত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ এবং পণ্ডিত পাঠানী সামন্তের মতো অমর করে তোলে। বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে পড়ুয়াদের এদিন সতর্ক করে দেন রাষ্ট্রপতি।
Site Admin | July 9, 2024 9:57 PM