মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 9, 2024 1:56 PM

printer

শারদীয়া দুর্গোৎসবের আজ ষষ্ঠী , তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে যায় গতকালই

শারদীয়া দুর্গোৎসবের আজ ষষ্ঠী । তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে যায় গতকালই । আজ সকালে সপ্তমী তিথিও শুরু হয়ে যাচ্ছে।  গত   সন্ধ্যাতেই  অনেক জায়গাতেই হয় বোধন ।   আজ সকাল থেকে বেলুড় মঠ সহ বিভিন্ন  মণ্ডপে   শুরু হয়েছে কল্পারম্ভ। সন্ধ্যায় হবে  দেবীর আমন্ত্রণ ও অধিবাস।     

এদিকে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও নামকরা  মন্ডপগুলিতে  উদ্বোধন হয়ে যাওয়ায় ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শনের জন্য গতকাল পঞ্চমীতেই ছিল নজর কাড়া   ভিড় । সেইসঙ্গে রাস্তাঘাট, বাস, মেট্রো এবং লোকাল ট্রেনেও ভিড় উপচে পড়ছে। আজ ও সকালেই অনেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।

জেলার নামকরা মন্ডপগুলিতে’ও প্রতিমা দর্শনার্থীদের ঢল নেমেছে।

অন্যদিকে গতকাল অনেক রাত পর্যন্ত শেষ মুহূর্তের কেনাকাটা চলে  দোকানে বাজারে।

এদিকে নবরাত্রির আজ সপ্তম দিন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন