মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 12, 2024 7:03 PM

printer

শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থ দিন।

 

শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থ দিন। দেখতে দেখতে অন্তিম লগ্নে উপস্থিত বাঙালীর প্রাণের উৎসব।দৃকসিদ্ধ পঞ্জিকা মতে নবমী তিথি ছেড়ে আজই বিজয়া দশমী পড়ে যাওয়ায় মন্ডপগুলিতে চলে বিহিত পুজো ও পুষ্পাঞ্জলি।
পারিবারিক পুজো ও অনেক মণ্ডপে চলেছে মা-কে বিদায় জানানোর পালা। এয়ো স্ত্রীরা দেবী দুর্গাকে বরন করে মেতে উঠেছেন সিঁদুর খেলায়। শোভাবাজার রাজাবাড়িতে উমার বিদায় বেলায় আজ দুপুরে চিরাচরিত প্রথা মেনে ওড়ানো হয় সোলার নীলকণ্ঠ পাখী ।
দাঁ বাড়ি, হরকুঠীর সহ অন্যান্য বনেদী বাড়িতে দর্পনে দেবী বিসর্জন হয়।
তবে, বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হওয়ায়, সেখানে আজ নবমী বিহিত পুজোর পর হোম যজ্ঞের আয়োজন করা হয়। আগামীকাল সেখানে হবে দশমী বিহিত পুজো ও বিসর্জন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন