শান্তিনিকেতনে পৌষ মেলার প্রস্তুতি সম্পন্ন। আজ রাতে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হচ্ছে পৌষ উৎসবের। আগামীকাল সকাল ৭-টায় ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে পৌষ মেলার সূচনা হবে।
৬ দিনের এই মেলা চলবে ২৮-শে ডিসেম্বর পর্যন্ত। থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখনও পর্যন্ত ১ হাজারের বেশি স্টল বুকিং হয়েছে বলে জানা গেছে। আজ পৌষ মেলার প্রস্তুতি সম্পর্কে এক সাংবাদিক বৈঠকে বিশ্ব ভারতীর ভার প্রাপ্ত উপাচার্য বিনয় সোরেন বলেন, পরিবেশ বিধি মেনেই আয়োজন করা হচ্ছে মেলার।