শহর কলকাতায় হকার সমীক্ষার প্রাথমিক কাজ শেষ হয়েছে। পয়লা জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছিল।
পুরসভার টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশ যৌথভাবে গড়িয়াহাট, ধর্মতলা, নিউমার্কেট, হাতিবাগান সহ শহরের নানা অংশে প্রাথমিক কাজ শেষ করে ডিজিট্যাল তথ্য যাচাই করছেন। সাত হাজারের বেশী তথ্য ডিউজিট্যালি নথিভুক্ত করয়া হয়েছে বলে জানা গেছে। হকারদের আধার নম্বর, ছবি সহ শহরের কোন্ অংশে কতটা জায়গা জুড়ে তাঁরা ব্যবসা করছেন, এই সমস্ত তথ্যই নথিভুক্ত করা হচ্ছে। প্রাথমিক এই সমীক্ষার রিপোর্ট জমা পড়বে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে।
এদিকে, কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী, উপযুক্ত পুনর্বাসন ও ন্যূনতম এক মাসের আগাম বিজ্ঞপ্তি ছাড়া হকার উছেদ বন্ধ করা সহ একাধিক দাবীতে আজ কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছে হকার যৌথ মঞ্চ।