মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 14, 2024 9:36 PM

printer

শহরাঞ্চলে দৃশ্যদূষণ ঠেকাতে রাজ্য সরকার নতুন হোডিং নীতি তৈরি করেছে।

শহরাঞ্চলে দৃশ্যদূষণ ঠেকাতে রাজ্য সরকার নতুন হোডিং নীতি তৈরি করেছে। হেরিটেজ ভবন, শ্মশান, কবরস্তান, জলাশয় এবং বানাঞ্চলে হোডিং লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। প্রতিটি পুরসভাকে নো হোডিং জোন চিহ্নিত করতে বলা হয়েছে। নতুন হোডিং নীতিতে স্পষ্ট জানানো হয়েছে, বিজ্ঞাপনের হোডিং লাগাতে গিয়ে কারোর বাড়িতে আলো-বাতাস চলাচল বন্ধ করা যাবে না। জীবনহানির আশঙ্কা রয়েছে, এমন এলাকায় হোডিং লাগানোর অনুমতি দেওয়া হবে না। হোডিং লাগানোর ফলে শহরের নান্দনিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে কিনা, তাও বিবেচনা করে দেখা হবে। পাশাপাশি হোর্ডিং-এ লাল ও সবুজ আলোর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভাগুলিকে এখন থেকে বাধ্যতামূলকভাবে নতুন হোডিং নীতি মেনে চলতে হবে।
উল্লেখ্য, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী যত্রতত্র হোডিং লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন