লোকসভা ভোটে নিরাপত্তা সহ বিভিন্ন কাজে নিযুক্ত রাজ্য পুলিশের কর্মীদের বিশেষ ভাতা মঞ্জুর করেছে রাজ্য সরকার। এজন্য প্রায় ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্র দফতর গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে লোকসভা নির্বাচনে কাজ করা বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীদের আনুপাতিক হারে এই ভাতা দেওয়ার কথা ঘোষণা করে।
এতে বলা হয়েছে পুলিশের অতিরিক্ত মহা নির্দেশক পদ থেকে ওসি এবং আই সি পদমর্যাদার আধিকারিক পর্যন্ত কর্মীরা এক মাসের মূল বেতন ভাতা হিসেবে পাবেন। জেলা, পুলিশ জেলা ও কমিশনারেটের হিসাব রক্ষক, ক্লার্ক ক্যাশিয়ার এর মত কর্মী এবং ইলেকশন সেলের দায়িত্বে থাকা কর্মীরাও এই ভাতার আওতায় আসবেন।
অন্যদিকে লোকসভা ভোটে যে সমস্ত পুলিশ কর্মী ও আধিকারিক নিজেদের কাজের এলাকাতেই কুইক রেসপন্স টিম,নাকা, রেডিও ফ্লাইং স্কোয়াড সহ বিভিন্ন বিভাগে কাজ করেছেন তাঁদের এককালীন ৭৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নির্দেশে অন্যান্য যে সমস্ত পুলিশ কর্মী আধিকারিক ও স্বরাষ্ট্র দপ্তরের কর্মী ভোটের বিশেষ ডিউটিতে ছিলেন তারাও ওই একই অংকের ভাতা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।