লোকসভায় প্রথম পর্বের বাজেট অধিবেশন আজ শেষ হচ্ছে।
বিরতির পর আগামী ১০’ই মার্চ অধিবেশনের দ্বিতীয় পর্ব আবার শুরু হবে।
অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, এই প্রথম পর্বের অধিবেশনে কাজ হয়েছে ১১২ শতাংশ। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ধন্যবাদজ্ঞাপক ভাষণে ১৭৭ জন সদস্য অংশ নিয়েছেন। তিনি আরো বলেন, ২০২৫-২৬ সাধারণ বাজেটের ওপর আলোচনায় ১৭০ জন সাংসদ অংশ নিয়েছেন।
এছাড়াও ওয়াকফ সংশোধনী বিল-২০২৪-এর ওপর যৌথ কমিটির প্রতিবেদন’ও সংক্ষেপে পেশ করা হয়েছে।