লোকসভায় আজ অর্থ বিল, ২০২৪ নিয়ে আলোচনাশুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের ডঃ অমর সিং অভিযোগ করেন কেন্দ্রীয় বাজেট কেবলমাত্র উচ্চ আয়ের লোকদের স্বস্তি দিয়েছে। মধ্য ও নিম্ন আয়ের মানুষদের প্রতি কোন দৃষ্টি দেওয়া হয়নি। তিনি বলেন,দেশে কৃষির ক্রমশ অবনতি হচ্ছে। কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়েও তিনি সরকারের সমালোচনা করেন।আরেক কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা বলেন, দেশে বিদেশি বিনিয়োগ ক্রমাগত কমছে। তিনি পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক হ্রাস এবং এলআইসি ও মেডিকেল বীমার উপর জিএসটি প্রত্যাহারের দাবি জানান।, কেন্দ্রীয় সরকার হরিয়ানাকে কোনও প্রকল্প দেয়নি বলেও হুডা অভিযোগ করেন।
আলোচনায় অংশ নিয়ে বিজেপির নিশিকান্ত দুবে বলেন, কেন্দ্রীয় বাজেটে অ্যাঞ্জেল ট্যাক্স বিলোপের প্রস্তাব দেওয়া হয়েছে যা দেশের যুবকদের স্টার্ট-আপ এবং চাকরির সম্ভাবনাকে জোড়তাড় করবে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ নিয়ে বিরোধীদের আক্রমণ করে দুবে বলেন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআই এবংইডিকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্ত ও গরিবদের জন্য কোনও সংস্থান নেই। ভারতের ৩১ শতাংশ মধ্যবিত্ত এবং ভারতের ৬০ থেকে ৬৫ শতাংশ দরিদ্র। তিনি বলেন,পরোক্ষ কর উন্নতিতে সহায়ক নয় কারণ ধনী কোটিপতি থেকে দরিদ্র শ্রমিক সবাইকেই এই কর দিতে হয়। প্রত্যক্ষ ও পরোক্ষ করের ভারসাম্য থাকতে হবে। তিনি দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবার ধনী কর্পোরেটদের তুলনায় বেতনভোগী পেশাদার এবং মধ্যবিত্তরা বেশি করের বোঝা ভাগ করে নিচ্ছেন। এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে জীবন ও চিকিৎসা বিমার প্রিমিয়ামের উপর জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আলোচনা চলাকালীন অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়।