অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে আজ নবনির্বাচিত বেশ কিছু সাংসদ শপথ নেন। গতকাল নব নির্বাচিত ২৬৬ জন সাংসদ শপথ গ্রহণ করেন।
উল্লেখযোগ্য যারা আজ শপথ নিয়েছেন তাঁদের মধ্যে আছেন, বিজেপির ওম বিড়লা, দুষ্যন্ত সিং, সম্বিত পাত্র, বৈজয়ন্ত পান্ডা, প্রতাপ চন্দ্র সারেঙ্গী, নারায়ণ রাণে। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের চরণজিত সিং চান্নি, ওই দলের সাংসদ হরিশ চন্দ্র মিনা, শশীকান্ত সেন্থিল, সুরেশ কুমার সেৎকার, আলফ্রেড কঙ্গম এস আর্থার। NCP-র সুপ্রিয়া সুলে ও অমল খোলে, শিবসেনার ডঃ শ্রীকান্ত একনাথ শিন্ডে, অরবিন্দ সাওয়ান্ত, শিরোমণি আকালি দলের হরসিমরত কউর বাদল, DMK-র দয়ানিধি মারান, T R বালু, কানিমোঝি, CPIM-এর আমরা রাম এবং AIMIM-এর আসাদুদ্দিন ওয়াসি।
রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু, আগামী বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।