মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 17, 2024 9:09 PM

printer

লোকসভায় ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত দুটি বিল আজ পেশ হয়েছে।

এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আজ লোকসভায় পেশ হয়েছে।
২শো উনসত্তর- ১শো আটানব্বই ভোটে নতুন সংসদে এই প্রথমবার বৈদ্য্যুতিন মাধ্যমে ভোট নেওয়া হয়। এর আগে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংবিধানের ১২৯ তম সংশোধনীর জন্য The Constitution Bill – এর The Union Territories Laws সংশোধনী বিল লোকসভায় পেশ করেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, DMK, শিবসেনা UBT, CPIM সহ বিরোধী দলগুলি এই বিল দুটির তীব্র বিরোধিতা করে। তাদের অভিযোগ এর ফলে সংবিধানের মূল কাঠামোতে আঘাত হানা হবে। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন এই বিল কার্যকর হলে তা হবে গণতন্ত্রের পরিপন্থী । বিলটি আরও বিবেচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাথানোর প্রস্তাব ও দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এক দেশ এক নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন , এটি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়। এটি কার্যকর হলে সামগ্রিকভাবে গোটা দেশ উপকৃত হবে। নতুন ভারত, বিকশিত ভারত ২০৪৭ – এর দিকে এগোচ্ছে বলে তিনি দাবি করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন