মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 27, 2025 9:01 AM

printer

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি র ম্যাচে আফগানিস্তান ৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি র ম্যাচে আফগানিস্তান ৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য ৩২৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস ৪৯ ওভার পাঁচ বলে ৩১৭ রানে থেমে যায়। জো রুট ১২০ রান করেন। অজমতুল্লা ওমরজাই পাঁচটি উইকেট নিয়েছেন।
টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে করেছিল ৩২৫ রান। ইব্রাহিম জাদরান ১৭৭ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রান করার নজির গড়েছেন। একইসঙ্গে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করার কৃতিত্ব অর্জন করেছেন। আজমাতুল্লাহ ওমরজাই ৪১, অধিনায়ক হাশমাতুল্লাহ শাহীদি ও মহম্মদ নবী দুজনেই ৪০ রান করেন। ইংল্যান্ডের হয়ে জোফরা আর্চার তিনটি, লিয়াম লিভিংস্টোন দুটি উইকেট নেন। জাদরান ম্যাচের সেরা হয়েছেন।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। গ্রুপ এতে থাকা এই দুই দলই ভারত ও নিউজিল্যান্ড এর কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছে। আজকের গ্রুপ পর্বে দুই দলের শেষ ম্যাচটি নিয়মরক্ষার।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন