লেহ লাদাখের দুরবুক মহকুমায় একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও ২২। আজ সকালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে ডুবুক মোড়ের কাছে গভীর খাদে পড়ে যায়।
জেলা শাসক সন্তোষ সুখদেব জানিয়েছেন, বাসটি লেহ-র ল্যামডন পাবলিক স্কুলের। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্কুলের কর্মীদের নিয়ে বাসটি দুরবুক যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয় এবং পরে জেলা হাসপাতালে এক জনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের প্রথমে নিকটবর্তী সেনা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের এয়ারলিফ্ট করে লেহ-র জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।