লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ ভারতীয় হাইকমিশনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
মুখ্য সচিব মনোজ পন্থ, শিল্প সচিব বন্দনা যাদব ছাড়াও তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পান্ডে, প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল এবং রাজ্য পরিবহন নিগমের কয়েকজন আধিকারিক। গতকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী লন্ডনে পৌঁছেছেন। সেখানে পৌঁছে আগামী কয়েক দিনের কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী, আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন।
আগামী বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে তাঁর ভাষণ দেওয়ার কর্মসূচী রয়েছে। বিষয় সামাজিক উন্নয়ন। শুক্রবার তিনি লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।