লক্ষ্ণৌ-এর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস ৮ উইকেটে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। পাঞ্জাব কিংস টসে জিতে লক্ষ্ণৌকে ব্যাট করতেপাঠায়। লক্ষ্ণৌ ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তোলে।
নিকোলাস পুরান ৪৪, আয়ূষ বাদোনি ৪১ রান করেন।পাঞ্জাবের অর্শদীপ সিং তিন উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস ২উইকেট হারিয়ে ১৬ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায়। প্রভসিমরণ সিং ৬৯ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫২ রানে,নেহাল ওয়াধেরা ৪৩ রানে অপরাজিত থাকেন। লক্ষ্ণৌ এর দিগভেশ সিং দুটি উইকেট নেন। প্রভসিমরন সিং ম্যাচের সেরা হয়েছেন।