রোহিঙ্গা শরণার্থী শিবিরের পরিস্থিতি খতিয়ে দেখতে চারদিনের সরকারি সফরে আজ বাংলাদেশে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা সংকটের সমাধান এবং তাঁদের জন্য খাদ্য সহায়তা ব্যবস্থার আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতেই এই সফর। বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামীকাল রাতে মহম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিব বৈঠক করবেন। সেখান থেকে একই বিমানে তারা কক্সবাজার যাবেন রোহিঙ্গা শিবির পরিদর্শনে।