মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 5, 2024 9:47 PM

printer

রেশনে অনিয়ম ঠেকাতে রাজ্য সরকার অসাধু ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছে।

রেশনে অনিয়ম ঠেকাতে রাজ্য সরকার অসাধু ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছে। এখন থেকে রেশন দোকানে সরকার থেকে বরাদ্দ করা চাল-গমের সঙ্গে মজুতের হিসাব না মিললে  সংশ্লিষ্ট ডিলারকে মোটা টাকা জরিমানা দিতে  হবে। রাজ্য খাদ্যদফতর সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে । ওই নির্দেশিকা অনুযায়ীরেশন দোকান থেকে বরাদ্দের অতিরিক্ত যতটা চাল-গম উদ্ধার হবে তার তিনগুণ অর্থ জরিমানা  হিসাবে দিতে হবে। রেশনের সামগ্রী যাতে বাইরে পাচার না হয়সে জন্যেই এই ব্যবস্থা। অনেক সময়ে রেশন ডিলাররা সরকারি ভর্তুকির চালগমআটা খোলাবাজারে বিক্রি করে দেন। সেটা যাতে না হয়সে জন্যেই এখন থেকে রেশন দোকানে কতটা চালগমআটা মজুত রয়েছে এবার থেকে তার হিসাব নেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন