মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 17, 2024 6:30 PM

printer

রেল সুরক্ষা বাহিনী – আর পি এফ ২০১৮ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত গত সাত বছরে নানহি ফারিস্তে অভিযান চালিয়ে ৮৪ হাজারেরও বেশি শিশুকে উদ্ধার করেছে।

রেল সুরক্ষা বাহিনী – আর পি এফ ২০১৮ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত গত সাত বছরে নানহি ফারিস্তে অভিযান চালিয়ে ৮৪ হাজারেরও বেশি শিশুকে উদ্ধার করেছে। রেলওয়ে মন্ত্রক থেকে বলা হয়েছে,  নানহি ফারিস্তে হলো একটি মিশন, যার মাধ্যমে ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের  সার্বিক নিরাপত্তা দেওয়া হয়। উদ্ধার করা শিশুদের বিভিন্ন জেলার শিশুকল্যাণ কমিটির কাছে তুলে দেওয়ার পর সেখান থেকে তাদের পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়া হয় । এই  উদ্ধার  করা শিশুদের তালিকায় পথশিশু থেকে শুরু করে মানসিক প্রতিবন্ধী, অপহৃত এবং নিখোঁজ শিশুরা রয়েছে। রেলমন্ত্রক থেকে আরো জানানো হয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে আরপিএফ ৪৬৭ টি শিশুকে উদ্ধার করে। গত বছর উদ্ধার করা মোট শিশুর সংখ্যা ছিল ১১ হাজার ৭৯৪ জন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন