রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, কাশ্মীরে খুব শীঘ্রই বাণিজ্যিক ভাবে রেল চলাচল শুরু হবে। গতকাল এক ভিডিও প্রেস কনফারেন্সে শ্রী বৈষ্ণ বলেন, জম্মু-কাশ্মীরের সমস্ত রেললাইন বৈদ্যুতিকীকরণ করা হয়েছে। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইনটির সব রকম পরীক্ষা নিরীক্ষা সফল হয়েছে। এই লাইনে খুব শীঘ্রই বাণিজ্যিক ভাবে রেল চলাচল শুরু হবে। এছাড়া জম্মু রেলওয়ে স্টেশনকে নতুন করে সাজানো হবে। তিনি বলেন, কাশ্মীরে রেলের কাজ কর্মের জন্য এবছরের বাজেটে ৮৪৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া জম্মু-কাশ্মীরের কাটরা, বাদগাও, জম্মু-তাওয়াই এবং উধমপুর রেল স্টেশনকে ২৯২ কোটি টাকা ব্যয়ে অমৃত স্টেশনে পরিণত করা হবে।
Site Admin | February 4, 2025 3:34 PM
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, কাশ্মীরে খুব শীঘ্রই বাণিজ্যিক ভাবে রেল চলাচল শুরু হবে
