রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ সুইজারল্যান্ডের দাভোসে, ফেডারেল রেলওয়েজের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে রেলযাত্রার নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তি এবং তার রক্ষণাবেক্ষণ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা হয়। সুইজারল্যান্ডের সেন্ট মার্গেথেনে স্ট্যাডলার রেল কোচ নির্মাণকারী প্লান্ট’ও ঘুরে দেখেন তিনি।