রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি উৎসবের ভিড় সামলাতে এবং যাত্রী সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থার তদারকিতে গত সন্ধ্যায় নতুন দিল্লির রেলস্টেশন পরিদর্শন করেন। প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের সঙ্গেও তিনি কথা বলেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেল আধিকারিকদের কাজে সন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী।
পরে সাংবাদিকদের অশ্বিনী বৈষ্ণব জানান, গত বছর ভারতীয় রেল দীপাবলি ও ছট উৎসবের সময় চার হাজার 500 টি বিশেষ ট্রেন চালিয়েছিল । এবছর সেই সংখ্যা বেড়ে ৭ হাজার ৪৩৫ টি করা হয়েছে। ৩১শে অক্টোবর পর্যন্ত ৫১ লাখ মানুষ সেই সব ট্রেনে যাতায়াত করেছেন বলে তিনি উল্লেখ করেন।