রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন উত্তরপ্রদেশের মোট ১৫৭টি স্টেশন অমৃত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং এই রাজ্যের জন্য রেল বাজেট ১৮ গুণ বৃদ্ধি করা হয়েছে।
পিলিভীট-মাইলানী শাখায় ট্রেন চলাচলের উদ্বোধণী অনুষ্ঠানে তিনি ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। মন্ত্রী ৬৭২ কোটি টাকা ব্যয়ে পিলিভীট-শাহগড় শাখার রেললাইনের গেজ রূপান্তরে কাজের উদ্বোধনও করেছিলেন।
রেলের প্রতিমন্ত্রী ভি সোমান্নাও ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় সাংসদ কেন্দ্রীয় শিল্প, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ পিলিভীট স্টেশনে প্রথম ট্রেনটিকে সবুজ পতাকা দেখান।