রেলওয়ে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ৬৯তম অতিবিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করেছেন। অসাধারণ অবদানের জন্য ১০১ জন কর্মচারী এবং আধিকারিক এই সম্মান পেলেন। নতুন দিল্লীতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে, শ্রী বৈষ্ণব গত দশ বছরে ভারতীয় রেলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি রেলওয়ের কর্মচারী এবং কর্মকর্তাদের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, গুণমান এবং প্রশিক্ষণ বৃদ্ধিতে তিনগুণ প্রয়াসের আহ্বান জানান।
রেলমন্ত্রী জোর দিয়ে বলেন যে গত দশ বছরে নির্মাণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গত বছরে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে ৫ হাজার ৩০০ কিলোমিটার নতুন রেলপথ। কাশ্মীর থেকে কন্যাকুমারীকে সংযুক্ত করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী প্রকল্প সমাপ্তির কাছাকাছি বলেও শ্রী বৈষ্ণো জানিয়েছেন। দেশের দৈর্ঘ্য জুড়ে নির্বিঘ্ন ভ্রমণের প্রতিশ্রুতি দিচ্ছে।