বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, রুশ সেনাবাহিনীতে সহায়ক কর্মী হিসাবে কর্মরত ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি এবং তাদের দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য রাশিয়া ভারতের দাবিতে সম্মত হয়েছে। শ্রী কোয়াত্রা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় উত্থাপন করেন। এরা বিভ্রান্ত হয়ে রুশ সেনাবাহিনীর চাকরিতে যুক্ত হয়। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বাসভবনে নৈশভোজের সময় প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেন বলে জানা গেছে। ভারতীয়দের কীভাবে দ্রুত দেশে ফেরত পাঠানো যায় তা নিশ্চিত করতে উভয় পক্ষই এখন দ্রুত কাজ করবে। ভারতের মতে, রুশ বাহিনীতে ৩৫ থেকে ৫০ জন ভারতীয় কাজ করেন। ১০ জনকে ইতিমধ্যেই প্রত্যাবাসন করা হয়েছে।
Site Admin | July 10, 2024 12:05 PM