রুশ সেনাবাহিনীতে কর্মরত মোট ১২ জন ভারতীয় নাগরিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। ১৬ জন এখনও নিখোঁজ। নতুনদিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, ঐ সংঘর্ষে কেরালার বিনীল বাবুর মৃত্যু দুর্ভাগ্যজনক এবং মন্ত্রক তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আহত আর এক ভারতীয় নাগরিক মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। রুশ সেনাবাহিনীতে কর্মরত এপর্যন্ত ৯৬ জন ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন বলে তিনি জানান।
রাশিয়ার তেল আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, এদেশের সংস্থার উপর এর কী প্রভাব পড়বে, তা স্পষ্ট করতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত সেদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের হয়ে ড. এস জয়শঙ্কর প্রতিনিধিত্ব করবেন বলে তিনি জানান।
এর আগে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থরমানের ভারত সফর সম্পর্কে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব জয়দীপ মজুমদার বলেন, দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ন হওয়ার সময়কালে এই সফর বিশেষ তাতপর্যপূর্ন। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে এনার্জি হাইড্রোজেন করিডোরের কাজ চলছে বলে জানান তিনি।