কেন্দ্রীয় সরকারের Modified Interest Subvention Scheme বা পরিবর্তিত সুদ সহায়তা প্রকল্প চালু রাখার প্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক ,অন্যান্য ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে শস্যঋণ এবং পশুপালন, ডেয়ারি,মৎস্য পালন, মৌমাছি পালন প্রভৃতি ক্ষেত্রে কৃষকদের স্বল্প মেয়াদে ঋণ দিতে বলেছে। সাত শতাংশ সুদে তিন লক্ষ টাকা পর্যন্ত এই ঋণ নেওয়া যাবে। আর বি আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০২৪-২৫ সালে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সুদ সহায়তা প্রকল্পে এক দশমিক পাঁচ শতাংশ সুদ দিতে হবে। অন্যদিকে যে সমস্ত কৃষকরা ঠিক সময় ঋণের অর্থ ফেরত দেবেন তাদের অতিরিক্ত ৩ শতাংশ ছাড় দেওয়া হবে। এইসব স্বল্পমেয়াদি ঋণ পেতে আধার সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে বলে আরবিআই জানিয়েছে।
এদিকে কৃষকদের কম দামে যাতে কম দামে খাদ্য পণ্য বিক্রি করতে না হয় তার জন্য গুদামে উৎপাদিত পণ্য রাখতে উৎসাহিত করা হচ্ছে।কিষান ক্রেডিট কার্ড প্রকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ফসল কাটার মরশুমের পর ছমাস পর্যন্ত পরিবর্তিত সুদ সহায়তার সুবিধে লাভ করবেন।