মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 6, 2024 1:35 PM

printer

রিজার্ভ ব্যাঙ্ক, তাদের রেপো রেট ৬’দশমিক ৫’শতাংশেই অপরিবর্তিত রেখেছে।

রিজার্ভ ব্যাঙ্ক, তাদের রেপো রেট ৬’দশমিক ৫’শতাংশেই অপরিবর্তিত রেখেছে। এই নিয়ে টানা ১১ বার রেপো রেটে কোনো পরিবর্তন করা হলনা।

আজ দ্বিমাসিক মুদ্রানীতি সংক্রান্ত বৈঠকে RBI গভর্নর শক্তিকান্ত দাসের পৌরহিত্যে কমিটির সদস্যরা চার- দুই সংখ্যা গরিষ্ঠতায় এই সিদ্ধান্ত নেন। একইসঙ্গে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি ৬’দশমিক ২/৫ শতাংশ থাকছে। ৬’দশমিক ৭/৫ শতাংশে অপরিবর্তির থাকছে মার্জিং স্ট্যান্ডিং ফেসিলিট- MSF এবং ব্যাঙ্ক রেট।

২০২৩ সালের ফেব্রুয়ারীর পর থেকে RBI এই হার একই জায়গায় ধরে রেখেছে।

উল্লেখ্য,  কমিটি সর্বসম্মতিক্রমে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী বজায় রেখে, অর্থনৈতিক বৃদ্ধিকে মান্যতা দিয়ে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দ্বর্থহীনভাবে একজায়গায় স্থির থাকার বিষয়ে সহমত হয়েছে।  

গত তিনদিন ধরে কমিটি এবিষয়ে আলাপ আলোচনা চালিয়ে আজকের সিদফধান্ত পৌঁছেছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন