রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেছেন, ভারতের অর্থনীতির অগ্রগতি অব্যাহত আছে। বিনিয়োগের চাহিদা যেমন বাড়ছে, অন্যদিকে, মূলধনী শিল্পে স্হিরতা লক্ষ্য করা যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের মাসিক প্রতিবেদনে তিনি বলেন, ২০২৪ – ২৫ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ দশমিক দুই শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। বেসরকারী লগ্নিকারীদের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কৃষি ও গ্রামীণ এলাকার উন্নতিতে দেশের অর্থনীতির সার্বিক বিকাশ লক্ষ্য করা যাচ্ছে।
Site Admin | October 22, 2024 12:09 PM