রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি এবং পরিষেবা যাত্রী কেন্দ্রিক করতে পরিবহন দফতর নির্দেশ দিয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন গতকাল কলকাতায় সরকারি পরিবহন নিগমের ডিপো ম্যানেজার, ট্রাফিক ম্যানেজার সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।
কিভাবে বাসের ট্রিপ আরও বাড়ানো যায় বৈঠকে মূলত সেই নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অনেক সময় রেষারেষি করার জন্য নির্ধারিত বাসস্টপেও বাস দাঁড়ায় না। সে ক্ষেত্রে প্রত্যেকটি স্টপেজে থেকে যাত্রী তুলতে হবে বলে চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই রেষারেষি করে চলা যাবে না। বাসের গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। শহরে অযাচিত দুর্ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে পরিবহন মন্ত্রী জানিয়ে দিয়েছেন।
এছাড়াও ড্রাইভার ও কন্ডাক্টরদের নিয়মিত কাউন্সিলিং করার জন্যও বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে।